× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে: বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

ছবি: সংবাদ সারাবেলা

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সকল মানুষের জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল মানুষ রাষ্ট্রের সকল অধিকার নির্ভীঘ্নে ভোগ করবেন। কারো প্রতি বৈশম্যমুলক আচারণ করা হবে না। নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান কাজ করছে বিএনপি।


তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আছি। গত ২০ বছর ধরে আপনাদের সেবা করার চেষ্টা করছি। আগামীতেও আপনাদের সেবা করবো ইনশাল্লাহ। আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হলে আমরা মোংলা বন্দরকে আধুনিকায়ন, ইপিজেড সচল, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। আপানারা আমাকে সমর্থন দিবেন সেই প্রত্যাশা করছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে পাশে থাকবেন, এজন্য সবার সহযোগীতা কামনা করছি। 

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ ফরিদুল ইসলাম।

 

পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়ালেন সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী, ছাত্র মোহাইমিনুল ইসলাম তালহা, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মহিউদ্দিন কচি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। 

সভায় পেড়িখালী ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নারীপুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.