× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুনারুঘাটে দিনব্যাপী এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

‘এ.কে. ফাউন্ডেশন’ - এর উদ্যোগে গরিব ও অসহায় চক্ষুরোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৬ জানুয়ারী) সকাল ৯টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ডুলনা চৌধুরী বাড়ীতে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। 


চক্ষু শিবিরের উদ্বোধন করেন গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। এতে সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী মোঃ রুমান চৌধুরী। 


ডুলনা ইয়াং স্টার সোসাইটির প্রধান উপদেষ্টা ও এ.কে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৮'শত সুবিধাবঞ্চিত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ছানিপড়া রোগীদের চিকিৎসা দেন।


প্রায় ৮'শত রোগীকে প্রাথমিক ভাবে ঔষধ, চশমা ও ড্রপ সরবরাহ করা হয়। পরীক্ষার পর ৬০ জন ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত এ সংগঠনের উদ্যোগে প্রায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার রোগী চিকিৎসা সেবা পেয়েছেন এবং ৩'শত ৩০-এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর সফল ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশন ও লেন্স স্থাপন সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানটি ডুলনা ইয়াং স্টার সোসাইটির সভাপতি ইস্তেহাক আহমেদ চৌধুরী লিমানের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শামীম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরীসহ এছাড়াও উপস্থিত ছিলেন- আহাদ জমাদার, সেলিম জমাদার, পল্লী চিকিৎসক আলমগীর হোসেন, ১নং গাজীপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক সোহেল জমাদার, মোমিন মেকানিক, সাব্বির চৌধুরী, আরিফ আহমেদ, বাছির জমাদার,জামাল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.