× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জন্মভূমিতে নির্বাচনী বার্তা নিয়ে আসছেন জামায়াত আমির

শুভ গোয়ালা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২৬, ১৩:০৫ পিএম

ছবি: সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি তাঁর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সফর করবেন। এ উপলক্ষে ওইদিন বেলা ১১টার দিকে কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।


সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম। তিনি জানান, জামায়াত আমিরের ওইদিন সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—

সকাল ১০টায় হবিগঞ্জে জনসংযোগ কার্যক্রম, বেলা ১১টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা, দুপুরে সুনামগঞ্জে কর্মসূচি এবং বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আরেকটি জনসভায় অংশগ্রহণ।


আব্দুল মুন্তাজিম আরও জানান, জন্মভূমিতে জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে কুলাউড়া উপজেলা ও জেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.