মাদারীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) সমাপ্ত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) মাদারীপুর জেলা স্টেডিয়ামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ) জুয়েল আহমেদ।
মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মো: জাহিদুর রহমান খান, খান আতিকুর রহমান লাবলু , জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির ও ফুটবল কোচ আফজাল হোসেন মানিক অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ। তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়দের মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পায়।