× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে প্রবাসীকে ‘ভূমিদস্যু’ বানিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

জামালপুরের মাদারগঞ্জে খোকন নামে এক সৌদি আরবপ্রবাসীকে ভূমিদস্যু হিসেবে আখ্যা দিয়ে গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (রাত) ভুক্তভোগী সৌদি প্রবাসী খোকনের আয়োজনে উপজেলার খোর্দ্দ জোনাইল মৌজার মিয়া বাজার সংলগ্ন তার নির্মাণাধীন বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোকন বলেন, “আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। প্রবাসে দীর্ঘদিন কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে ২০২৩ সালে খোর্দ্দ জোনাইল মৌজার মিয়া বাজার সংলগ্ন এলাকায় ২৩ শতাংশ জমি ক্রয় করি। সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করলে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। একই সঙ্গে তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমাকে ভূমিদস্যু হিসেবে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে তিনি দেশবাসী ও মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.