ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের নতুন ভবনের দেয়ালে বোমা হামলার হুমকি দিয়ে চিরকুট সাঁটানোর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সকালে চিরকুটটি নজরে আসার পর আদালত চত্বরে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার সময় বিচারপ্রার্থীরা নতুন ভবনের দেয়ালে একটি সাদা কাগজ হাতে লেখা অবস্থায় সাঁটানো দেখতে পান। চিরকুটে বড় অক্ষরে লেখা ছিল, "আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারীতে খুলা হবে। আর যদি খুলা হয় তাহলে বমমারা হাবে।" মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা আদালতের নতুন ও পুরাতন ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। তবে তদন্ত করতে গিয়ে দেখা যায়, আদালতের নতুন ভবন নির্মাণ করা হলেও সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সিসিটিভি না থাকায় ঠিক কখন এবং কারা এই চিরকুটটি দেয়ালে সাঁটিয়ে গেছে, তা নিশ্চিত করতে পারছে না পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস "আমি ঘটনাস্থল ও নতুন ভবনটি পরিদর্শন করেছি। অত্যন্ত দুঃখজনক যে, এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমরা দ্রুত সিসিটিভি স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের সাথে কথা বলবো।"
অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান "নতুন ভবনের দেয়ালে চিরকুট সাঁটানোর বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। যেহেতু কোনো ডিজিটাল ফুটেজ নেই, তাই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি।"