কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রদীপ কুমার দাস এর সঞ্চালনায় সভায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান,দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জিয়াউল ইসলাম,বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুলতান মিজান,উপজেলা আনসার অফিসার রীনা খাতুন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ হোসেন,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন,আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা,গনভোটের প্রচার-প্রচারণা চালানো ,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং আগামী নির্বাচনে দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলের সহযোগিতাও চেয়েছেন।