× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আবুল হোসেন আদালতে জামিন পেয়ে বের হওয়ার সময় টাঙ্গাইল জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। । আবুল হোসেন পৌর এলাকার পোষ্টকামুরী খলপাড়া গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে। 


পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।


মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, একই দিনে (৪ আগস্ট) গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলন চলাকালে উপজেলার ভানুয়াবহ গ্রামের হাছান আলীর ছেলে সুজন মিয়া আহত হন। ঘটনার প্রায় ১৭ মাস পর গত ১ জানুয়ারি সুজন মিয়া টাঙ্গাইল আদালতে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আবুল হোসেনের  সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে পুনরায় টাঙ্গাইল জেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.