ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগানা বাজার থেকে বিপুল পরিমান মাদক ও দেশীয় অস্ত্র সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী টিম।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর, ক্যাপ্টেন মো. জোনায়েদুল ইসলাম অনিক এবং ল্যান্স কর্পোরাল কমান্ডো সাইফুল এর নেতৃত্বে কাঠালিয়ার দোগনা বাজার বলতলা এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী সোহেল আকন ও তাইজুল ইসলামকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সোহেল আকন উপজেলার বলতলা এলাকার আনোয়ার হোসেন এর ছেলে এবং মো. তাইজুল ইসলাম একই গ্রামের মো. নবীর ছেলে। আটককৃত দের নিকট থেকে ৬ টি দেশিয় অস্ত্র,৯০ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সামগ্রী -১টি , নগদ টাকা - ১১৮৪৪ টাকা, ফেনসিডিল ২ বোতল,আইডি কার্ড- ০১ ট, ১ টি এটিএম কার্ড ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকৃতদের কাঠালিয়া থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।