× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বাগেরহাটে বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর বাজারে ইউনিয়ন বিএনপি'র সভাপতি খায়রুল আজাদ আরজুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদর উপজেলা বিএনপি'র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও মহিদুল ইসলাম।


জনসভায় ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, ধানের শীষ খালেদা জিয়ার প্রতীক, দেশ নায়ক তারেক রহমানের প্রতীক। বিএনপি আমাকে বাগেরহাট ২ আসনে মনোনয়ন দিয়েছে। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী আছে উনি বলে বেড়ান তিনি নাকি খালেদা জিয়ার সন্তান। তিনি গত ১৭ বছর কোথায় ছিলেন। বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে, তারেক রহমানকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে, এলাকার হাজার হাজার নেতাকর্মী হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তখন কোথায় ছিলেন তিনি? কারো প্রতারণার ফাঁদে না পড়ে ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, এসকে বদরুল, ছাত্রনেতা শেখ মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ফরিদ হাওলাদার, মোল্লা আব্দুল হান্নান, শেখ আল মামুন, আবু জমাদ্দার, শেখ আবু জাফর, খান নাসির উদ্দিন, বাদশা খান, মজিদ পাইক, সৈয়দ কবির, খান মোরশেদুল, শেখ রফিকুল, তৈয়ব শেখ, আলম শেখ, আতিয়ার রহমান, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.