আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাকাল সরদার পাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক তথ্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। পাশাপাশি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনা ব্যাখ্যা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী আহমেদ , পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হুছনা, সৈয়দ আরিফ হোসেনের সহধর্মিণী জেসমি আক্তার, লুতফুর রহমান লতাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।