× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে আগুনে ৮ চা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই, জীবন বাঁচলেও রক্ষা পায়নি সহায়-সম্পদ

মো: আব্দুর কাইয়ুম, মৌলভীবাজার

২৮ জানুয়ারি ২০২৬, ১৪:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে অবস্থিত ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন মৌলভী চাবাগানে অগ্নিকাণ্ডে ৮ চা শ্রমিকের বসতঘর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা নারী-পুরুষ ও শিশুদের জীবন রক্ষা পেলেও আগুনের লেলিহান শিখায় সব জ্বলেপুড়ে একেবারে ছাই। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে মৌলভী চাবাগানের ১ নং সেকশনের ডা. রমজান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।  রমজান আলী মৌলভী চা বাগানের চা শ্রমিকদের চিকিৎসা সেবায় নিয়েজিত স্থানীয় চিকিৎসক হিসেবে পরিচিত। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার মতো হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে চা শ্রমিকদের পরিবারের সদস্যরা হটাৎ দেখতে পান ঘরের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগার দৃশ্য। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনের লেলিহান দৃশ্য দেখে আশপাশের চা শ্রমিক সহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় ১শ ফুট দৈর্ঘ‘র ওই পাকা ঘরটিতে ডা: রমজান আলী ছাড়াও ৮টি চা শ্রমিক পরিবারের শিশু সহ প্রায় ২৪ জন নারী-পুরুষ বসবাস করছিলেন। 

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। সেখানে পৌঁছার পর ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরে থাকা ফ্রিজ,টিভি,ফার্নিচার,কাপর-চোপর সহ মুল্যবান সব আসবাবপত্র পুড়ে একেবারে ছাই হয়ে গেছে।

এদিকে আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হলেও নিরাপদে বাহিরে বেড়িয়ে আসায় রক্ষা পেয়েছে ৮টি পরিবারের ২৪ সদস্য‘র জীবন। আগুনে সবকিছু হারিয়ে তারা এখন বাকরুদ্ধ ও স্তব্ধ। পরিবারের নারী সদস্যদের কান্নায় আকাশ ভারি হয়ে উঠছে।

আগুনে সব হারিয়ে বাড়ির উঠানে দাঁড়িয়ে কান্না করছিলেন চা শ্রমিক আখি আক্তার। এসময় তিনি বলেন, রান্না ঘরে ছিলাম, হটাৎ কালো ধোঁয়া দেখতে পাই। পরে দরজার ফাঁক দিয়ে চেয়ে দেখি ঘরে আগুন জ্বলছে। টাকা-পয়সা সহ জিনিস-পত্র কিচ্ছু আনতে পারিনি।

চা শ্রমিক লোকমান আহমদ বলেন, আগুনের তীব্রতা এতো বেশি ছিলো, কেউ সাহস করেনি ভিতরে গিয়ে আগুন নেভাতে। যার কারনে ঘরের ভিতর থেকে আমরা কোন জিনিস বের করতে পারিনি, এখন সবটুকু জ্বলে শেষ। কোনরকম জান নিয়ে বের হতে পেরেছি।  

মৌলভীবাজার ফায়ার সার্ভিস এর লিডার মো. হারুনুর রশীদ বলেন, ইলেক্ট্রিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পারি। খবর পেয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তিনি বলেন, এ ঘটনায় ঘরের মধ্যে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।  

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ওই ঘরটিতে ৮টি চা শ্রমিক পরিবারের বসবাস। সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় রাতেই কম্বল ও শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়াও সরকারি তরফে

 প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও ঢেউটিন দেয়া হবে বলে জানান তিনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.