× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার চিকিৎসায় অনুমতি দেয়নি শেখ হাসিনা: রফিকুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধিঃ

২৮ জানুয়ারি ২০২৬, ১৫:০৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে যখন ধুকেধুকে হাসপাতালের বিছনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন, তখন আমরা শেখ হাসিনার কাছে অনুরোধ করেছিলাম, দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রীর একটু চিকিৎসার জন্য, কিন্তু শেখ হাসিনা অনুমতি দিলেন না। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার আপন ভাই আপন বোন, তাদের বোন যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো, তখন শেখ হাসিনার কাছে গিয়ে তারাও একটা দরখাস্ত করেছিল কিন্তু অনুমতি মিলল না। অন্যদিকে আমরা দেখেছি, তখন দেশের এমপি মন্ত্রীরা যদি ঠান্ডা জ্বর হতো তারা লন্ডনে গিয়ে ভারতে গিয়ে শ্রীলঙ্কায় গিয়ে  তারা চিকিৎসা করেছে। 

 আজ সকাল থেকে ঝালকাঠি ১ রাজাপুর কাঁঠালিয়া আসনের বিএনপি'র ধানের শীষ মার্কার প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল গণ সংযোগ শেষে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফ মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে একথা বলেন।

আলহাজ মঞ্জিল মোর্শেদের সভাপতি এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, মোহাম্মদ মেহেদী হাসান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা আহবায়ক বাবুর রতন দেবনাথ, কাঠালিয়া উপজেলা বিএনপি'র বার প্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম, মো. মাহমুদ হোসেন, মো. সোহাগ মল্লিকসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, রাস্তায় রাস্তায় গিয়ে সেলফি না করে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান। উঠান বৈঠক শেষে শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.