চাঁদপুর- ২ আসনে নির্বাচনী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নিজ হাতি ( প্রতীক) মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল ৷
বুধবার (২৮ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিপাবলিকান পার্টির চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী (হাতি প্রতীক) ফয়জুন্নুর আখন রাসেল কালিপুর বাজার, ষাটনল বাজার, বাবু বাজারসহ বিভিন্ন হাটবাজারে সর্বস্তরের মানুষের সাথে কৌশল বিনিময় করে নিজ মার্কা হাতি প্রতিকের পক্ষে নির্বাচনি প্রচরনা করেন ও লিফলেট বিতরণ করেন এবং ভোট ও দোয়া চান ৷
গণসংযোগকালে তিনি বলেন,চাঁদপুর -২ আসনে সন্ত্রাস, মাদক,চাঁদাবাজ, দুর্নিতিবাজ নির্মূলকরে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো মতলবের মানুষের নেতা নয় একজন প্রতিনিধি হয়ে সবার কাছে থাকতে চাই ৷ এসময় মতলবের মানুষের কল্লাণের জন্য যাযা করা দরকার পর্যায়ক্রমে সবকিছুই করবেন বলে আস্বাশ প্রদান করেন তিনি ৷
গণসংযোগকালে তিনি আরো বলেন , আমি যেহেতু নতুন এবং তরুন ৷ মতলবের তরুনরা চাইলে তারা যদি হাতি মার্কায় ভোটে দেন তাহলে আমি বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ ৷