× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটিতে ডা. আ‌নোয়ার হো‌সেন মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের শুভ উ‌দ্বোধন

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতিনি‌ধি

২৯ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ঝালকাঠির নলছিটি উপজেলার  পশ্চিম গোপালপুর ডা. আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় অত্র বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হো‌সে‌নের আ‌য়োজ‌নে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন অত্র বিদ‌্যাল‌য়ের প্রতিষ্ঠাতা ও সভাপ‌তি অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবল‌ু।


অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভবনটির শুভ সূচনা করা হয়।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে নান্দিকাঠি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, পশ্চিম গোপালপুর এলাকায় কাছাকাছি কোন স্কুল ছিলোনা বলে এলাকার ছেলে মেয়েরা পড়াশুনা করা থেকে অনেকটা বঞ্চিত ছিলো, তাই ২০০৪ সালে স্কুলটি প্রতিষ্ঠা করে নিজ অর্থায়‌নে পরিচালনা করে আসছেন উক্ত গ্রা‌মের কৃ‌তি সন্তান ডা. মো. আনোয়ার হোসেন বাবলু। বর্তমানে স্কুলের নতুন ভবনটি শিক্ষার পরিবেশ আরও উন্নত করবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপস্থিত ছিলেন ডা. অ‌া‌নোয়ার হো‌সেন বাবলুর সহধর্মী‌নি ডা. শামস ই জাহান সো‌নিয়া, স্কু‌লের প্রধান শিক্ষক মো. আলতাফ হো‌সেন, গু‌ঠিয়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওঃ মোঃ আবু বকর সি‌দ্দিক,‌ শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের প্রফেসর ডা. মো. হা‌নিফ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আমির হো‌সেন দুলাল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.