আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ঘোড়া মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় তিনি সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
অধ্যাপক রেজাউল করিম বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে তার উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,পৌর বিএনপি নেতা জিয়া,ও স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।