বরিশালের উজিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পরিচিত সোহেল রানা সরদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃত সোহেল রানা দক্ষিণ ধামুরা গ্রামের বাসিন্দা এবং আবু বক্কর সরদারের পুত্র।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীনে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল উজিরপুর আর্মি ক্যাম্প থেকে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোহেল রানা সরদারের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসহ মোট ১৩টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে তাকে দেশীয় অস্ত্রসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে সে মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং নিজে একজন মাদক সেবনকারী হিসেবে পরিচিত।
সেনাবাহিনী জানায়, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কার প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দক্ষিণ ধামুরা ইউনিয়নের দুর্গাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককালে সোহেল রানা সরদার নেশাগ্রস্ত ছিল এবং তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, “সোহেল রানা সরদারের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উজিরপুর থানায় তার বিরুদ্ধে মোট ১৩টি নিয়মিত মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”
এ ঘটনায় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী উভয়ই সংশ্লিষ্ট এলাকায় শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তৎপর রয়েছে।