বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আগমন উপলক্ষে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে জনসভাস্থল পরিদর্শন করেছে জামায়াতে ইসলামীর একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহাজাহানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় (ডেবারপাড়) মাঠ পরিদর্শন করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে আগামী ২ ফেব্রুয়ারি বিকেলে উক্ত মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মো. শাহাজাহান বলেন, “আগামী ২ ফেব্রুয়ারি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করছি, সীতাকুণ্ড উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের শুরা সদস্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি মো. আবদুল জব্বার, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।