ছবি: সংবাদ সারাবেলা
বরিশালের উজিরপুরে পৌর ও বিএন খান ডিগ্রি কলেজের ছাত্র দলের উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ ও জামায়াতে ইসলামীর অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় উজিরপুর পৌর ও বিএন খান ডিগ্রি কলেজ ছাত্র দলের উদ্যোগে কলেজের প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন দোকান-পাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মল্লিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শাকিল।
সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা পৌর যুব দলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু বলেন, জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। তারা ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তারা কখনওই চায় নি এ দেশ স্বাধীন হোক। তারা এখন বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে চেষ্টা করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার, এই নীল নকশা আমরা কখনোই বাস্তবায়ন হতে দিবো না।
প্রধান অতিথি মো. রিয়াজ মল্লিকের বক্তব্যে নির্বাচনী স্বচ্ছতা ও দেশপ্রেমের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়; এটি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ। আমরা চাই সমস্ত প্রার্থী ও ভোটার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করুন।”
বিশেষ অতিথি জাহিদুল ইসলাম শাকিল তার বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থী ও যুবসমাজের দায়িত্ব বড়। আপনাদের আন্দোলন ও সচেতনতা শুধু নির্বাচনের সময় নয়, বরং দেশের সুশাসন ও সমাজকল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ।”
এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মন শিকদার মোতালেব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সালাম হাওলাদার, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক সাফাউল সরদার সম্রাট, উজিরপুর উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম তোতন, উজিরপুর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হানুল ইসলাম রানা, বিএন খান ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি শফিকুল ইসলাম রাব্বি, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শাওন হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক দীপ্ত দত্ত্ব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল শিকদার, ইমরান বাবু, মোঃ হাফিজুর রহমান হাফিজ, ৫নং ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বায়েজীদ শাকিল, উপজেলার শিকারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমী, সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল এবং ছাত্র নেতা আসীষ, বাসিত, ছাব্বিরসহ শতাধিক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
