মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জালাই ফাড়ি এলাকায় মংলা মুন্ডা (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। তিনি কুচাই জালাই এলাকার বুদ্রা মুন্ডার ছেলে এবং শিলুয়া চা-বাগানের নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতের কোনো এক সময় মংলা মুন্ডা ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে খবর পেয়ে স্বজনরা হায়াছড়া রিজার্ভ ফরেস্ট এলাকায় গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
নিহতের পরিবার ধারণা করছে, একটি মেয়েসংক্রান্ত ঘটনার জেরে তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, বৃহস্পতিবার রাতে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের এক ভাগ্নের দেওয়া তথ্যের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।