ছবি: সংবাদ সারাবেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। নগরীর লাভ লেন এলাকায় অবস্থিত আঞ্চলিক নির্বাচন অফিসসহ জেলা ও উপজেলা পর্যায়ে চলছে প্রশিক্ষণ ও লজিস্টিক কার্যক্রম।
আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত নির্বাচনের তুলনায় এবারে ভোটকেন্দ্রের সংখ্যা কমেছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। সে হিসেবে এবারের নির্বাচনে ৫৮টি ভোটকেন্দ্র কমেছে।
ভোটকেন্দ্র কমলেও ভোটারের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। দুই বছরের ব্যবধানে চট্টগ্রামে ভোটার বেড়েছে ৩ লাখ ৬৮ হাজার ২০০ জন। বর্তমানে ১৬ আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। আগের নির্বাচনে এই সংখ্যা ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন।
এবারের নির্বাচনে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭০ জন।
এবার দেশের বাইরে অবস্থানরত প্রবাসী ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে চট্টগ্রামের ১৬ আসনে মোট ৯৪ হাজার ৯৪১ জন প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসনে ভোটার বেড়েছে, আর একটি আসনে ভোটার কমেছে।
সবচেয়ে বেশি ভোটার বেড়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে। এই আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৫৯ জন, যা আগের তুলনায় ৪৭ হাজার ৬৪৮ জন বেশি।
এরপর রয়েছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন। এখানে ভোটার বেড়েছে ৪০ হাজার ৪৯৯ জন।
নগর ও নগর-সংলগ্ন আসনের তুলনায় জেলার আসনগুলোতে ভোটার বৃদ্ধির হার তুলনামূলক বেশি।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে ভোটার বেড়েছে ৬ হাজার ৭৮৭ জন এবং
চট্টগ্রাম-১০ (হালিশহর–পাহাড়তলী–খুলশী) আসনে বেড়েছে ৬ হাজার ৬৪১ জন।
অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর–ইপিজেড–পতেঙ্গা) আসনে ভোটার কমেছে ৬ হাজার ৫৭৪ জন। গতবার যেখানে ভোটার ছিল ৫ লাখ ১ হাজার ৮৫২ জন, এবার তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জনে।
এবারের নির্বাচনে ৯টি আসনে ভোটকেন্দ্র কমেছে, একটি আসনে বেড়েছে এবং ৬টি আসনে অপরিবর্তিত রয়েছে।
সবচেয়ে বেশি ২১টি ভোটকেন্দ্র কমেছে চট্টগ্রাম-৯ আসনে।
এছাড়া চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১১টি,
চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১ আসনে ৯টি করে,
চট্টগ্রাম-৮ আসনে ৫টি,
চট্টগ্রাম-৫ আসনে ৩টি,
চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-১৬ আসনে ২টি করে এবং
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১টি ভোটকেন্দ্র কমেছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হওয়ায় কেন্দ্রের সংখ্যা বেশি ছিল। এবারে কাগজের ব্যালটে ভোট হওয়ায় তুলনামূলক কম কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হচ্ছে।
এবারের নির্বাচনে চট্টগ্রামে ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন প্রায় ৪৩ হাজার কর্মকর্তা-কর্মচারী।
১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে থাকবেন একজন করে প্রিসাইডিং কর্মকর্তা। মোট ভোটকক্ষের সংখ্যা ১২ হাজার ৬০১টি।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,
“নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বই নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াবে। সবাইকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই নির্বাচনকে উদাহরণ হিসেবে স্মরণ করে।”
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
