× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেমিক যুগলের বিষপান: বেঁচে গেলেন প্রেমিকা, প্রাণ গেল প্রেমিকের

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৫২ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সংরক্ষিত বনের হায়াছড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে মংলা মুন্ডা (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া প্রেমিকা জুলেখা মুন্ডা (২২) চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মংলা মুন্ডা গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগানের কুচাই জালাই এলাকার বাসিন্দা বুদ্রা মুন্ডার ছেলে এবং শিলুয়া চা বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মানসুখ মুন্ডার মেয়ে জুলেখা মুন্ডার সঙ্গে মংলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। চার-পাঁচ বছর আগে জুলেখার বিয়ে হলেও পারিবারিক কলহের কারণে প্রায় এক বছর আগে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

জুলেখা বিবাহিত হওয়ায় মংলার পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি এবং তার জন্য অন্যত্র পাত্রী খোঁজে। শুক্রবার (৩০ জানুয়ারি) মংলার বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা ছিল। এ উপলক্ষে পরিবারে চলছিল প্রস্তুতি।

জুলেখার পরিবার জানায়, বুধবার (২৮ জানুয়ারি) রাত থেকে মংলা ও জুলেখার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জুলেখা অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে স্বজনদের জানান, তিনি ও মংলা পাশের বিষহরি জঙ্গলে গিয়ে বিষপান করেছেন। পরে তার অবস্থার অবনতি হলে স্বজনরা প্রথমে তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে মংলার স্বজনরা বিষহরি জঙ্গলে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের বড় বোন সালমি মুন্ডা অভিযোগ করে বলেন, “আমরা চার বোনের একমাত্র ভাই ছিল মংলা। বাবা-মা অসুস্থ থাকায় পরিবারের সব দায়িত্ব তার ওপর ছিল। তাকে কেউ জোর করে বিয়ে দিতে চাপ দেয়নি। আমাদের সন্দেহ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।”

এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের এক ভাগ্নের দেওয়া তথ্যে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.