লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আবু তারেক। ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ এবং ছিদ্দিক উল্ল্যাহ ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আফতাব উদ্দিন ভূঁইয়া।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন খেলায় বিজয়ী প্রায় ১,৯০০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা পর্বে অতিথিরা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।