আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে বিজিবি। বিজিবি চট্টগ্রাম রিজিয়নের অধীন খাগড়াছড়ির গুইমারা সেক্টরের আওতাধীন মাটিরাঙ্গা জামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জামিনীপাড়া জোন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। জনসাধারণ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবির পক্ষ থেকে বিভিন্ন প্রেষণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে সকল প্রকার চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট সব ধরনের অপরাধ প্রতিহতের লক্ষ্যে নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।
বিজিবি চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ গুইমারা সেক্টর সদরসহ ৩টি ব্যাটালিয়ন, ২টি জেলা ও ৭টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে। গুইমারা সেক্টরের ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকা দুর্গম হওয়ায় প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩টি সংসদীয় আসনের মোট ৩৪৪টি ভোটকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, মাটিরাঙ্গা উপজেলায় ২টি বেইজ ক্যাম্প থেকে ৩২টি ভোটকেন্দ্র, গুইমারায় ১টি বেইজ ক্যাম্প থেকে ১৩টি ভোটকেন্দ্র, মানিকছড়িতে ১টি বেইজ ক্যাম্প থেকে ২১টি ভোটকেন্দ্র, লক্ষীছড়িতে ১টি বেইজ ক্যাম্প থেকে ১২টি ভোটকেন্দ্র, রামগড়ে ১টি বেইজ ক্যাম্প থেকে ২০টি ভোটকেন্দ্র, মীরসরাইয়ে ২টি বেইজ ক্যাম্প থেকে ১০৬টি এবং ফটিকছড়িতে ২টি বেইজ ক্যাম্প থেকে ১৪০টি ভোটকেন্দ্রের নিরাপত্তা দায়িত্ব পালন করবে বিজিবি।
এছাড়া বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান জোন কমান্ডার।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
