আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার পদপ্রার্থী ও সাবেক সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সোনারগাঁয়ে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাম মসীহ তার নির্বাচনী ভাবনা, কর্মপরিকল্পনা ও হাতপাখা মার্কার পক্ষে জনসমর্থনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাচন পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা অবস্থা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। গোলাম মসীহ তাদের প্রশ্নের উত্তর দেন এবং একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান।
এ সময় তিনি ভবিষ্যতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।