আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনিত পদপ্রার্থী ড.মোহাম্মদ জালাল উদ্দিনের নির্বাচনী প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (৩১জানুয়ারি) দুপুরে ৯নং জহিরাবাদ ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের নতুন বাজারে মেসার্স আল-আমিন ট্রেডার্স প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট বোরহান উদ্দিন ডালিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকদলের যুগ্মসম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমানান টিপু ৷
মতলব উত্তর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আক্তার আলম নাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি আব্দুল গণি তপদার,যুগ্মসাধারণ সম্পাদক সামিউল বাশার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, বিএনপি নেতা শহিদুল্লাহ,সাবেক ছাত্রনেতা এডভোকেট আহাম্মদ উল্লাহ আমান,জহিরাবাদ ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আল-আমিন প্রধান, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক মানিক খান, ৩নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি জালাল উদ্দিন মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর মোল্লা ৷
অলোচনা সভায় বক্তারা বলেন,ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার ও সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং চাঁদপুর–২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনিত পদপ্রার্থী আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন কে ধানের শীষে ভোটদিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ৷
এ সময় নতুন বাজারের বাজার কমিটির সভাপতি শুক্কুর মোল্লা,সদস্য আয়াত আলি মোল্লাসহ জহিরাবাদ ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দসহ বিএনপি,যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।