কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রাজনগর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে রাজনগর প্রেসক্লাবে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্যাব রাজনগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ ছাব্বির আলীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রফেসর সৈয়দ মহসিন আহমদ, সহ সভাপতি ডা. একে এম জিল্লুল হক, সৈয়দ তফজ্জল হোসেন।
রাজনগর উপজেলা শাখার নব-গঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আউয়াল কালাম বেগ, কোষাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক কামরান আহমদ, সদস্য লবনী কান্ত বৈদ্য, আজিজা খানম, সৈয়দ সিপার আলী, রিবান বকস, শহিদুল ইসলাম, এডভোকেট রুকসানা আক্তার, শাহ আহসান হাবিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিওর সাংবাদিক শংকর দুলাল দেব, ক্রীড়াবিদ জোয়াহির আলী প্রমূখ।
এসময় আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণে ক্যাবের ভূমিকা তুলে ধরেন এবং রাজনগর উপজেলায় ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও অনিয়ম প্রতিরোধে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ রাজনগর উপজেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন