স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জনাব মোঃ সিদ্দিকুর রহমান। জনাব রহমান ২০২৩ সালের আগস্ট মাসে শরী‘আহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের কার্যক্রমের দক্ষতা, ঝুঁকি ব্যবস্থাপনাএবং শরী‘আহ ভিত্তিক কাঠামো জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামি ব্যাংক বাংলাদেশ- এ সূদীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জনাব রহমান আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে প্যারিস ভিত্তিক আইসিসি ও যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) স্বীকৃতি অর্জন করেছেন। ইসলামিব্যাংকিং এ তিন দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন জনাব রহমান বাহরাইন ভিত্তিক এএওআইএফআই কর্তৃক সার্টিফাইড শরি‘আহ এডভাইজার এন্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপ প্রাপ্ত।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে স্নাতক {সম্মান} সহস্নাতকোত্তর (এমএসএস)এবং পরবর্তীতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেন। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং আইবিটিআরএ থেকে ডিপ্লোমা ইন ইসলামি ব্যাংকিং (ডিআইবি)সম্পন্ন করেছেন। পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে যোগদানের জন্য তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ওসংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ সফর করেন।