শনিবার (৩১ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন আসলাম চৌধুরী গণসংযোগ কর্মসূচি শুরু করেন। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মহাসড়ক সংলগ্ন ৮নং ওয়ার্ডের কেদারখীল গ্রাম থেকে শুরু হয়ে তার গণসংযোগ ৪নং ওয়ার্ডের শেখের হাট পর্যন্ত বিস্তৃত হয়।
গণসংযোগ শেষে তিনি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আবু তাহেরের বাড়িতে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় উপস্থিত দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লায়ন আসলাম চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, “সীতাকুণ্ড একটি অপার সম্ভাবনাময় জনপথ। এখানে পর্যটন শিল্পের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে। প্রতিবছর লাখো পর্যটক ও তীর্থযাত্রী এখানে আগমন করেন। আমি নির্বাচিত হলে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব, যাতে তারা নির্বিঘ্নে সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তীর্থস্থানগুলোতে ঘুরে বেড়াতে পারেন।”
গণসংযোগকালে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের, সদস্য সচিব এডভোকেট আইনুল কামাল, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, মো. আলাউদ্দিন, আইয়ুব খান, জেবল হোসেন, নুরছাপা ছাবু, কবির আহাম্মদ মোল্লা ও একে আজাদ; ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোপাল শর্মা, সিরাজুল ইসলাম, মো. সালাউদ্দিন, সেলিম উদ্দিন, মীর তোফায়েল, সিরাজুল ইসলাম ও আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মনছন আলী, সাধারণ সম্পাদক বাবু শাশ্রী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু ইউছুপ, সদস্য সচিব আব্দুল মাবুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদ ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম নয়নসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।