× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

মো: আরিফুল ইসলাম , বাঘাইছড়ি প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উদ্যোগে বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এগত্তর পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক, উপ অধিনায়ক; ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপস অফিসার এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, কিউএম, মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বার্ষিক বনভোজন উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দঘন কার্যক্রমে অংশ নেয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং দলগত চেতনা আরও দৃঢ় হয়।

এছাড়াও আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে এবং উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সার্বিকভাবে অনুষ্ঠানটি সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও সুস্থ বিনোদন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.