বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি দল ৫ আগস্টের পর বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারত্ব করে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা এদেশে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতি দেখতে চাই না। আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ কায়েম করতে চায়। বিগত সরকারের সময় আমরা দেখেছি কীভাবে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসন ও পেশিশক্তিকে ব্যবহার করেছে। তারা চীরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু ইতিহাস সাক্ষী—জুলুম ও অন্যায়ের পরিণতি কখনো ভালো হয় না। এক সময় তাদের এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে।
চাঁদপুর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, এ জেলা দীর্ঘদিন ধরে উন্নয়নের রাজনীতির পরিবর্তে ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির শিকার হয়েছে। নদীমাতৃক এ জেলায় ভাঙন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা নিয়ে জনগণের যে ন্যায্য দাবি—তা বারবার অবহেলিত হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, চাঁদপুরের মানুষ এখন আর প্রতিশ্রুতির রাজনীতি চায় না; তারা জবাবদিহিমূলক ও নৈতিক নেতৃত্ব চায়। আগামী দিনে চাঁদপুরের রাজনীতি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি, যেখানে জনপ্রতিনিধি হবে জনগণের সেবক, মালিক নয়।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ১০ দলীয় জোটের সকলকে নিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবো। জনগণই হবে সকল ক্ষমতার মালিক। তিনি বলেন, বর্তমানে একজন প্রধানমন্ত্রী একসাথে প্রধানমন্ত্রী, দলের প্রধান ও জাতীয় সংসদের প্রধানের দায়িত্ব পালন করেন—যা ক্ষমতার ভারসাম্য নষ্ট করে। জামায়াতে ইসলামী চায়, প্রধানমন্ত্রী যেন দলীয় প্রধান না হন। এতে প্রশাসনে স্বচ্ছতা আসবে, দুর্নীতি কমবে এবং রাষ্ট্র শক্তিশালী হবে।
সমাবেশে, মিয়া গোলাম পরওয়ার চাঁদপুর-হাইমচর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং ফরিদগঞ্জ-৪ আসনে জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে, আগামী ১২ তারিখ নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জনগনকে আহ্বান জানান। এ ছাড়া অবশ্যই সাথে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য মাওলানা মো. লিয়াকত আলী ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সচিব মাওলানা হোসাইন আহমদ,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বুরহানুদ্দিন সিদ্দিকী, জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমীর মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা সেক্রেটারি ও এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটোয়ারীসহ অন্য নেতারা।
উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন, চাঁদপুর - ৩ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন, চাঁদপুর সদর জামায়াতে ইসলামীর আমির ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা আফছার উদ্দিন মিয়াজী। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
