× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য পাচার ঠেকাতে নির্দেশনা

নিজেস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২২, ১৬:০৩ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২২, ০৪:৪৪ এএম

ফাইল ছবি

সাভারের বিসিক চামড়া শিল্প নগরী থেকে কঠিন বর্জ্য পাচারে জড়িতদের প্রতি হুশিয়ারি দিয়ে মালিকদের জন্য ৩ দফা আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো: মাহফুজুর রহমান রিজওয়ান সাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোল্ট্রি ফিড তৈরির জন্যে একটি চক্র চামড়া প্রক্রিয়াজাতকরণের কঠিন বর্জ্য (কাটিং, ঝিল্লি, ট্রিমিংস, সেভিং ডাস্ট) পাচার করছে বলে অভিযোগ উঠেছে। 

'এসব বর্জ্য থেকে পশুখাদ্য তৈরি করতে ক্রোমিয়ামসহ নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এসব কেমিক্যালে মানবদেহে ক্যান্সারসহ মারনঘাতী রোগের সম্ভাবনা রয়েছে।'

এসব অভিযোগের ভিত্তিতে চামড়া শিল্পের কঠিন বর্জ্য পাচার রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কঠোর নির্দেশনা দিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিল্পনগরী কার্যালয়-১ এর মাধ্যমে ইতোমধ্যে শিল্প মালিকদের কঠিন বর্জ্য পাচার রোধে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে।

আদেশে বলা হয়, চামড়া শিল্পের কঠিন বর্জ্য পাচার রোধে শিল্পনগরী কর্তৃপক্ষ ও শিল্পনগরী এলাকার পুলিশ ফাঁড়ি জিরো টলারেন্সে অবস্থান করছে। কঠিন বর্জ্য পাচারে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

এছাড়াও এ আদেশে পাচার রোধে কারখানা মালিকদের জন্য ৩টি আদেশ জারি করা হয়। 

এরমধ্যে রয়েছে, শেভিং ডাস্ট ও ক্রোম মিশ্রিত বর্জ্য পরিবহনে আন্তঃজেলা ট্রাক ও পিকআপ ব্যবহার নিষিদ্ধ, শিল্প ইউনিট থেকে মালবাহী যানবাহনের গেট পাস থনকতে হবে। এই পাস না থাকলে কোন মালবাহী গাড়ি পরিবহন করতে দেয়া হবে না। ঘড়ির ফিতা, মানিব্যাগের জন্য কাটা চামড়া রাত ১০ টা থেকে সকাল ৮টার মধ্যে পরিবহন করতে দেয়া হবে না।

এছাড়া বিসিক চামড়া শিল্পনগরীর ২ নম্বর গেইট সকাল ৮.০০ টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকবে। অন্য সময়ে গেইটটি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের (বিসিক) নির্দেশনা মানতে শিল্পমালিকদের অনুরোধও জানানো হয়েছে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.