× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সায়েদাবাদ বাস টার্মিনালে নেই ঈদের চিরচেনা দৃশ্য

নিজেস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২২, ০০:১৬ এএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২২, ০০:১৬ এএম

ফাইল ছবি

প্রতি বছর সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদের আগ মুহূর্তে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লেগে থাকে। তবে এবার দৃশ্য ভিন্ন। নেই যাত্রীদের ঠেলাঠেলি, কাউন্টার ম্যানদের হাঁকডাক। মাঝেমধ্যে ছেড়ে যাচ্ছে কিছু কিছু বাস। তবে ৩০শে এপ্রিল, শুক্রবার বিকেলের পর যাত্রীর চাপ বাড়তে পারে।

প্রত্যক্ষভাবে ঘুরে দেখা যায়, সায়েদাবাদ বাস টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দূরপাল্লার বাস। কাউন্টারগুলোর সামনে যাত্রীদের নেই তেমন কোন ভিড়। কিছু কিছু যাত্রী পরিবার-পরিজন নিয়ে কাউন্টারের সামনে বসে আছেন।

তেজগাঁওয়ের নিহাল মিয়া বলেন, ‘পাথরঘাটায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছি। অন্যবারের তুলনায় এবার একটু স্বস্তির সঙ্গে বাড়ি যেতে পারছি। নেই যাত্রীদের হুড়োহুড়ি কিংবা দেরিতে বাস ছাড়ার মতো বিড়ম্বনা। তবে ৬৮০ টাকার ভাড়া ৮০০ টাকা নেওয়ায় কিছুটা বিপত্তিতে পড়তে হচ্ছে।’ 

মুরসালিন নোমানী নামের একজন চট্টগ্রাম যাওয়ার জন্য হানিফ কাউন্টার অপেক্ষা করছিলেন। মতিঝিলের এক বাসিন্দা বলেন, ‘দুপুর ২টার দিকে কাউন্টারে এসেছি। ৫টায় বাস ছাড়বে। সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে গ্রামের বাড়িতে যেতে পারব বলে আশা করছি।’ 

কাউন্টার ম্যান ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় যে, সায়েদাবাদ টার্মিনাল থেকে বরিশাল ও খুলনা বিভাগের প্রায় ৫০ জেলায় ছেড়ে যাওয়ার জন্য বাসগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নোয়াখালী, ফেনিসহ আশপাশের জেলাগুলোতে কিছু সময় পরপর বাস ছেড়ে যাচ্ছে।

ইউনিট ম্যানেজার ইমরান হোসেন জানান 'আমরা ঈদ উপলক্ষে বাসের ভাড়া বৃদ্ধি করিনি। নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী তুলনামূলকভাবে অনেক কম। গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়তে পারে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.