× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস মালিকের বাড়ি ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২২, ০৯:৪৮ এএম । আপডেটঃ ০১ মে ২০২২, ১৬:৪৯ পিএম

প্রতীকী ছবি

একদিকে ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরছে মানুষ অন্যদিকে রাজধানীর উত্তরায় বেতন ভাতার দাবিতে গার্মেন্টস মালিকের বাড়ির সামনে অবস্থান করে বিক্ষোভ মিছিল করছেন শ্রমিকেরা। 

শনিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে রাজধানীর উত্তরার ১৪ নং সেক্টরের ১৭ নম্বর সড়কের ১০৯ নং বাসার সামনে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। 

এ সময় তাঁরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করছেন।

'টি এ নীড’ নামক গার্মেন্টসের প্রায় শতাধিক শ্রমিক  শনিবার দুপুর থেকে আজকে পর্যন্ত অংশগ্রহণ করেন এই আন্দোলনে। 

সরেজমিনে উত্তরার বাড়ীটির সামনে যেয়ে দেখা যায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উত্তরা পশ্চিম থানার দুটি টিম মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা শান্তিপূর্ন অবস্থান নিলেও আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন মালিক মোঃ রেজাউল করিম টুটুল গত রাতে শ্রমিকদের বাসার সামনে থেকে তাড়াতে ভাড়াটে সন্ত্রাসী দ্বারা তাদের উপর হামলা চালিয়েছেন। 

গার্মেন্টেসের একজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায় গত রাত থেকে তারা অনাহারে বসে আছে শুধু বকেয়া বেতন ও বোনাসের দাবীতে।

আরেকজন আন্দোলনরত গার্মেন্টসকর্মী জানান 'গত কয়েকমাস যাবৎ বেতন পায়নি আমরা, এখন তো ঈদের বোনাস দেয়ার ও সময় চলে এসেছে। সবাই ঈদ করতে বাড়ি যাচ্ছে অথচ আমরা বেতন বোনাসের দাবীতে আন্দোলন করতেছি।'

এ রিপোর্ট লেখা পর্যন্ত গার্মেন্টসটির শ্রমিকেরা মালিকের বাড়ী ঘেরাও করে আন্দোলনরত রয়েছে। তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলার কোনোরকম অভিযোগ পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.