× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে: বাবর

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২২, ১৬:৪৭ পিএম

মহান মে দিবসে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর

'শ্রমিকদের ঘামের ওপরেই দাঁড়িয়ে আজকের পুঁজিবাদী বিশ্ব, আধুনিক সভ্যতা, প্রযুক্তির উৎকর্ষতা ঐতিহাসিকভাবে সত্যও এটি। আর সেজন্যই সবার আগে শ্রমিকের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। তাদের শ্রমের মূল্যায়ন করতে হবে। তাদের শ্রমের ঘামের ওপর দাঁড়িয়ে দেশের অর্থনীতি, আপনার আমার প্রতিষ্ঠান। তাই শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধ করতে হবে।’

রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের নূপুর মার্কেট চত্বরে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

হেলাল আকবর চৌধুরী বাবর তার বক্তব্যে আরও বলেন, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে মে দিবস পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। এতে পুলিশ সদস্যরা শ্রমিকের ওপর গুলি চালালে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন। তাদের এ আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আজকের দিনে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকারের মে দিবস।

কোতোয়ালি থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে ও নূপুর মার্কেট ইউনিট শ্রমিক লীগ নেতা তোফায়েল মাজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মোর্শেদ আলম, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু, সাব্বির চৌধুরী, মোহাম্মদ জাহেদ, রিয়াজউদ্দিন বাজার কর্মচারী সমিতির সভাপতি এসএম নুরুল আব্বাছ ও সাধারণ সম্পাদক এম জিন্নাহ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, এনায়েত বাজার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, জলসা মার্কেট শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রোয়েল, মোহাম্মদ সাইফুল প্রমুখ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.