মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নাগরিক মাহমুদ আলী( ৪৫)।
শুক্রবার ওমানের সময় সকাল সাড়ে ৬ টায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মাহমুদ আলী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ইগাঁও গ্রামের ছইদ আলীর পুত্র।
নিহতের পুত্রবধূ রুমা জানান, তার শ্বশুর মাহমুদ আলী শুক্রবার ভোরে প্রাইভেট কার চালাচ্ছিলেন। এসময় একটি বড় লরি রঙ সাইডে এসে তার প্রাইভেট কারটিকে চাপা দেয়। এসময় কারটি দুমরেমুছরে গেলে গাড়িচালক মাহমুদ আলী ঘটনাস্থলে নিহত হন। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে রুমা' সংবাদ সারাবেলা' কে জানান।