× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৎ মায়ের নির্যাতনে বাড়ি ছেড়ে ধর্ষণের শিকার তরুণী

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২২, ১৭:১১ পিএম

প্রতীকী ছবি

সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে অভিমানে বাড়ি ছেড়ে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২২)। শনিবার (৭ মে) দুপুরে নগরীর আকবর শাহ থানার মীর আউলিয়া শাহ মাজার এলাকা থেকে ওই তরুণীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী তার সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে অভিমান করে বাড়ি ছেড়ে চট্টগ্রামে এসে ধর্ষণের শিকার হন। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে জ্ঞান ফিরলে পুলিশকে বিস্তারিত জানান তিনি।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, তরুণীর বক্তব্য অনুযায়ী, তিনি কুমিল্লার দেবিদ্বারের বাড়ি থেকে মায়ের সঙ্গে রাগ করে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় আসেন। মীর আউলিয়া মাজারের সামনে বসেছিলেন। এ সময় ২-৩ জন যুবকের সঙ্গে তার পরিচিত হয়। এক যুবক তাকে বাসায় মায়ের কাছে নেওয়ার কথা বললে তরুণী রাজি হন। পরে তাকে মাজারের পাশে পাহাড়ে একটি নির্জন স্থানে নেওয়া হয়। এরপর শারীরিক নির্যাতন শুরু করলে তরুণী জ্ঞান হারান। ঘটনা শুনে মনে হচ্ছে, তাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে। ’

অভিযুক্ত যুবকদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.