মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের লোকজন এসে সাপটি নিয়ে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে অবমুক্ত করে ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক(এসিএফ) শ্যামল কুমার মিত্র সংবাদ সারাবেলা কে জানান,বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দেখতে পাই একটি শঙখিনী সাপ। পৃথিবীর বিরল প্রজাতির বিষধর ১০ টি সাপের মধ্যে এটির অবস্থান চতুর্থ স্থানে।পরে সাপটি উদ্ধার করে লাউয়া ছড়া ন্যাশনাল পার্কে অবমুক্ত করি।