× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২২, ১৬:০০ পিএম

জাফরুল্লাহ চৌধুরী

দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। এই পরিস্থিতি থেকে বাঁচতে চালাকি, কারচুপি ছেড়ে সরকারকে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (১০ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সুফিবাদী কণ্ঠশিল্পী সৈয়দ গোলাম মঈনুদ্দীনের ওপর বিচারবহির্ভূত নির্যাতনের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেখেন শান্তির দ্বীপ ছিল শ্রীলঙ্কা। শিক্ষিত মানুষ। শান্তির দেশে কী হচ্ছে। আগুন জ্বলছে। গণহারে দারিদ্র্য বাড়ছে। আমরা সেদিকে যাবো না তো!’

আমাদের সবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের উচিত আল্লাহকে বলা আমাদের সঠিক পথ দেখাও।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সিনিয়র এই নাগরিক বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পথে না হাঁটলে অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। সেখানে যা ঘটছে তেমন কাহিনি এখানেও সৃষ্টি হতে পারে। সুতরাং সাবধান, সাবধান।’

গান গাওয়াকে কেন্দ্র করে সুফিবাদী গায়ক সৈয়দ গোলাম মইনুদ্দিন টিপুকে থানায় ডেকে মারধর ও গ্রেফতারের নিন্দা জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ইসলাম গুণ্ডামি করার অবকাশ দেয়নি। ফারুককে দারোগাগিরির ক্ষমতা দেওয়া হয়েছে, গুণ্ডামির নয়। কে কী করেছে এটার বিচার করবেন আল্লাহ। আমি আপনি না।’

বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট এবং পীর মাশায়েখ ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক শাহ সুফি শামসুল আলম চিশতির সভাপতিত্বে এই প্রতিবাদ সভা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.