পুনর্বাসনের জন্য মানববন্ধন করেছেন আশুলিয়া সাভার গাজীপুর অঞ্চলের অসহায় ভূমি ও গৃহহীনরা।
রোববার (১৫ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ভূমিহীন পরিবারের প্রধান সমন্বয়কারী মো. আজাহার আলী বলেন, নদী ভাঙন, সাইক্লোন ও জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই বসতবাড়িসহ সবকিছু হারিয়েছেন। তারা এখন গার্মেন্টসে কিংবা রিকশা চালিয়ে জীবন যাপন করছেন। এসব মানুষের কথা বিবেচনা করে আমরা এখানে দাঁড়িয়েছি। তারা যেন একটি করে ফ্ল্যাট অথবা প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য যে পুনর্বাসন দিচ্ছেন সেখানে আশ্রয় পায়।
তিনি বলেন, ভূমিহীনরা সরকারের কোনো সুযোগ-সুবিধা পায় না। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন ভূমি ও গৃহহীনদের পুনর্বাসন করা হবে। তাই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের আশুলিয়া সাভার এলাকায় যেসব ভূমিহীন আছেন তাদের একটি করে বাড়ি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেন বরাদ্দ দেওয়া হয়।
মানববন্ধনে অংশ নেওয়া জবেদা বেগম বলেন, ‘আমার বাড়ি ফরিদপুর ছিল। নদী ভাঙনের কারণে আমার বসতবাড়ি সব হারাইছি। এখন থাকি মিরপুরে। আমার কোনো বাড়ি কিংবা ভূমি নাই। আমরা চাই প্রধানমন্ত্রী যেন আমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন।’
মানববন্ধনে প্রায় শতাধিক ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।