নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় করা মামলায় আসামি মার্জিয়া আক্তারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
শিবপুরে এক আত্মীয়ের বাসা থেকে রোববার রাত ৩টার দিকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান।
তিনি বলেন, ‘রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনার ভিডিও ফুটেজ দেখে মার্জিয়া আক্তারকে শনাক্ত করা হয়। তাকে সোমবার র্যাব হেড কোয়ার্টারে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
মার্জিয়ার বড় মেয়ে লিজা আক্তার বলেন, ‘আমার ষাটোর্ধ্ব বয়সী মা শিবপুর ইটাখোলার মুন্সি ভার্চর গ্রামে খালার বাড়িতে ছিলেন। রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার বিষয়ে নাকি মা সম্পৃক্ত ছিলেন।
‘রোববার রাত আড়াইটার দিকে আমি জানতে পারি মাকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজন।’
তিনি বলেন, ‘আমরা তিন বোন। এর মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন অসুস্থ হওয়ায় মা তাকে নিয়েই উপজেলা মোড়ের পশ্চিম ব্রাহ্মদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।’
স্টেশনে তরুণীকে হেনস্তাকারী নারী আমার মা না দাবি করে লিজা আক্তার বলেন, ‘তিনি ওই দিন রেলস্টেশনে ছিলেন তা ঠিক আছে। তবে আমি ভাইরাল ভিডিওটি দেখেছি, তাতে আমার মাকে দেখা যায়নি।’
তরুণী হেনস্তা মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, ‘র্যাব-১১-এর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’