× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রেষ্ঠ বিট অফিসারকে পুরষ্কারের ঘোষণা নোয়াখালী পুলিশ সুপারের

নোয়াখালী প্রতিনিধি

৩০ মে ২০২২, ০৯:৩৪ এএম । আপডেটঃ ৩০ মে ২০২২, ০৯:৩৫ এএম

দুপুরে পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে বিট পুলিশিং সমাবেশে

কাজের মান বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে শ্রেষ্ঠ বিট অফিসারকে পুরষ্কারের ঘোষণা দিয়েছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। 

সোমবার (৩০ মে) দুপুরে পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে বিট পুলিশিং সমাবেশে তিনি এ ঘোষণা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, কাজের মান বৃদ্ধি লক্ষ্যে মাসওয়ারী শ্রেষ্ঠ বিট অফিসার কে পুরষ্কার প্রদান করা হবে। বিট এর প্রত্যেক মোবাইল ফোন চালু রাখতে হবে। বিট সংক্রান্ত সকল রেজিস্টার সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে হালনাগাদ রাখা, বিট পুলিশিং কার্যক্রম হতে হবে জনবান্ধব,এবং প্রত্যেক টা বিট পুলিশিং অফিসে দৃশ্যমান সাইনবোর্ড থাকতে হবে। 

পুলিশ সুপার আরও বলেন, নোয়াখালী জেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা নোয়াখালী জেলা পুলিশ। এ সময় মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার করতে হবে। 

শহীদুল ইসলাম  আরও বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবাকে পৌঁছে দিতে জেলা পুলিশ কাজ করছে। সেই সাথে নোয়াখালী জেলার পৌরসভায় ২৫ টি বিট এবং ইউনিয়ন পর্যায়ে ৯১ টি বিট সহ সর্বোমোট ১১৬  টি বিট গঠন করা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  দীপক জ্যোতী খীসা, নোয়াখালী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান,  অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) রাজিবুল হাসান (পিপিএম) , সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) এএনএম সাইফুল আলম খাঁন,  সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল)  আমান উল্ল্যাহসহ জেলার সকল অফিসার ইনচার্জ ও  বিট অফিসারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.