× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পানিসারায় নয়নজুড়ানো টিউলিপের চাষ শুরু

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৬ এএম

নেদারল্যান্ডের নয়নজুড়ানো টিউলিপ ফুলের চাষ হচ্ছে ফুলের রাজধানী খ্যাত গদখালীর পানিসারায় ৷ শীত মৌসুম দীর্ঘায়িত হওয়ায় নিবিড় পরির্যায় ফুল ফোঠাতে সক্ষম হয়েছেন ফুল চাষী ইসমাইল হোসেন ৷ তার এই চাষের মধ্যে দিয়ে গদখালিতে বানিজ্যিক ভাবে টিউলিপ ফুল চাষের সম্বাভনা দেখছেন উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তর ৷

মূলত শীত প্রধান দেশেই টিউলিপ ফুল বেশী দেখা যাই ৷ আমাদের দেশে তা সম্ভব করলেন ইসমাইল হোসেন৷ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তার বাগানে বিভিন্ন রঙের টিউলিপ ফুল ফুটতে শুরু করে ৷ এই ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন দুর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা৷  আর উপভোগ করছেন নয়নজুড়ানো টিউলিপ ফুলের সৌন্দর্য ৷

ফুল চাষী ইসমাইল হোসেন জানান প্রথমে পরিক্ষামুলক ভাবে শুরু করলেও এখন তা বানিজ্যিক ভাবে শুরু করার চেষ্টা করছি ৷  এ দেশে ফুল ফুঠলেও পরবর্তীতে রোপনের ক্ষের্ত্রে বীজ সংরক্ষনের ব্যবস্থা নাই ৷ নির্দিষ্ট তাপমার্ত্রায় বাল্ব সংরক্ষন করতে হয় যা টিউলিপ চাষে বড় সমস্যা ৷

এ দেশের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে জাত উদ্ভাবনের জন্য গবেষণা চলছে ৷ আশা করছি বানিজ্যিক ভাবে এ ফুল সাফ্যলের মুখ দেখবে ৷ এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা  মাসুদ হোসেন পলাশ জানান  সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি ৷ যাতে তারা ফুল চাষে লাভবান হতে পারে ৷ এ ফুলের বাল্ব আনতে অনেক টাকা শুল্ক লাগে ৷ তাই এ ফুলের উৎপাদন বাড়াতে সহযোগিতা করা হচ্ছে ৷  ৫ শতক জমিতে পরিক্ষামুলক টিউলিপ  লাগানো হয়েছে ৷ এক মাসের মাথায় ফুল আসতে শুরু করে ৷ বিভিন্ন এলাকা থেকে লোক আসছে ফুল দেখতে, এ ফুল বানিজ্যিক ভাবে বিক্রি হলে আগামীতে আরও জমিতে টিউলিপ ফুলের চাষ হবে বলে জানান সংশ্লিষ্টরা ৷

বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প ও কৃষি সম্পসারন অধিদপ্তের প্রকল্প পরিচালক মোঃ রুহুল কবির জানান বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পরিক্ষামুলক ভাবে গদখালিতে টিউলিপ চাষ শুরু করি ৷ প্রথম অবস্থায় এ চাষে আমরা সফল হয়েছি ৷  আগামীতে আর বড় পরিসরে এই অঞ্চলে টিউলিপ চাষ করার জন্য চেষ্টা করবো ৷ এ সময় উপসহকারী কৃষি অফিসার অর্ধেন্দু পাড়ে, জাহিদুল ইসলাম সহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.