× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুল চাষ করে বছরে আয় দেড় লাখ

নীলফামারী প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩৯ এএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের বাফলা গ্রামে ফুলের বাগান করে ভাগ্য বদলেছে কৃষক গপিনাথ রায়ের। এক সময় তার পরিবারে অভাব-অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। আর্থিক দৈন্যতা ঘোচাতে ২০০১ সালে বাড়ির আঙ্গিনায় শুরু করেন ফুল চাষ। শুরুতেই ফুল চাষ করে সুফল মেলে। পরে ৫ বিঘা জমিতে ৫০ প্রজাতির বাহারি রংয়ের ফুল বাগান করে আর্থিকভাবে লাভবান ও স্বাবলম্বী হয়ে উঠেন তিনি। বর্তমানে তার বাগানের ফুল স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের চাহিদা পূরণ করে থাকে।

বাড়ির আনাচে-কানাচে ও পার্শ্ববর্তী জমিতে লাগিয়েছেন রজনীগন্ধা, জারবেরা, গোলাপ, গ্লোরিয়া, ক্যানডুলার মতো দেশী-বিদেশী নানা প্রজাতির ফুল গাছ। বাড়িতে ক্ষুদ্র পরিসরে গড়ে তুলেছেন বিনোদন পার্ক। পার্কে সংযোজন করা হয়েছে গাটু বাঁশ, ট্রেটাজ, মন্দিও ঝাউ, চাইনিজ পাম্প, ললনী পাম্প, ময়ূর পঙ্খিরাজ, কার্পেট ঘাসসহ নানা প্রজাতির ফুলগাছ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে। দর্শনার্থীর নিকট থেকে প্রবেশ মূল্য হিসেবে প্রতি মাসে আয় করেন ১০ হাজার টাকা।

কৃষক গপি নাথ জানান, ‘অন্য ফসলের তুলনায় ফুল চাষে উৎপাদন খরচ কম, লাভ বেশি। সব মিলে ৫ বিঘা জমিতে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। প্রতি মাসে ১০ হাজার টাকা  ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে একটি করে ফুল ২০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়। করোনাকালীন সময়ে আয় কমে গেলেও বিগত বছরগুলোতে ফুল বিক্রি করে আয় হত দেড় লক্ষাধিক টাকার মতো।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‌‘কৃষক গপি নাথকে ফুল চাষে প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে। এ উপজেলায় তিনিই প্রথম ফুল চাষ শুরু করেন। ফুল চাষ করে এখন তিনি স্বাবলম্বী।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.