× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ আবার শুরু

২১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৮ এএম

করোনায় দুই দফায় আটকে যাওয়ায় স্থবির হয়ে পড়ে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের নির্মাণকাজ। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ অংশে আবার শুরু হয়েছে নির্মাণপ্রক্রিয়া। ইতোমধ্যে ভারত অংশের কাজ শেষ হয়েছে। চলতি বছরেই পুরো কাজ শেষ করার আশ্বাস প্রকল্পসংশ্লিষ্টদের।

মহামারির ধকল কাটিয়ে আবারও পুরোদমে এগিয়ে চলছে আখাউড়া-আগরতলার ডুয়েলগেজ রেলপথের নির্মাণকাজ। বাংলাদেশ-ভারতের ১৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ করোনায় দুই দফায় আটকে যায়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ অংশে চলছে মাটি ভরাট ও রেলওয়ে স্লিপার বসানোর প্রক্রিয়া।

এদিকে ভারতীয় অংশের নির্মাণকাজ শেষ হয়ে দৃশ্যমান এই রেলপথ। ইতোমধ্যে ১৬টি ব্রিজের ১৩টির কাজ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে প্রকল্পের কাজ অর্ধেক এগিয়েছে। চলতি বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার আশ্বাস দেন প্রকল্প পরিচালক মো. আবু জাফর ভূঁইয়া।

এই প্রকল্প ঘিরে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দেখছেন দুদেশের মানুষ।

২০১৮ সালের ১০ সেপ্টেম্বর দুদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে এই ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের উদ্বোধন করেন। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ২১৮ কোটি টাকা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.