× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গবিসাসের মৌসুমি ফল উৎসব

অনিক আহমেদ, গবি প্রতিনিধি

১৫ জুন ২০২২, ০৮:১৭ এএম

'মৌসুমি ফল উৎসব' পালন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মতে সবচেয়ে বেশি ফলের সমারোহ পাওয়া যায়। বিভিন্ন মৌসুমি ফলের সুঘ্রাণে চারপাশ মৌ মৌ গন্ধে ভরে যায়। জৈষ্ঠ্য মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে 'মৌসুমি ফল উৎসব' পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

বুধবার (১৫ জুন) দুপুরে গবিসাস কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এ উৎসবে আম, জাম, লিচু, কাঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, তাল, খেজুর, নাশপাতি, পেয়ারা সহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল।

গবিসাসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

আয়োজক সংগঠনের সভাপতি অনিক আহমেদ বলেন, 'আজকের উৎসব সকলের মাঝে একটা পারিবারিক আবহ ফিরিয়ে এনেছে। বিভিন্ন বিভাগ বা অনুষদে এ ধরণের আয়োজন করা যেতে পারে। তবে দাবি থাকবে, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতায় বিশাল আকারে এ আয়োজন করা। তাতে সকলেই অংশ নিতে পারবে।'

গবি রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ বলেন, 'এটা খুবই সুন্দর আয়োজন। এই উৎসবের মাধ্যমে একসাথে অনেক ধরণের ফলের স্বাদ পাওয়া যায়। নিয়মিত এ ধরণের আয়োজন হওয়া উচিত। আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে বড় আকারে এমন আয়োজনের উদ্যোগ নিব।'

উৎসবে গবিসাসের সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, উপদেষ্টা মো. রকিবুল ইসলাম অয়ন সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.