গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তুষার মধু পঞ্চম বারের মতো তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বসে ম্যানেজিং কমিটির সদস্যদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে তুষার মধুকে সভাপতি নির্বাচিত করা হয়।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন, তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত চন্দ্র সমাদ্দার, তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হরবিলাস বিশ্বাস, ফারুক বেপারী, রণজিত বাড়ৈ, রাখি সমাদ্দার, অসীম হালদার, শিক্ষক সত্যেন্দ্রনাথ বিশ্বাস, শংকর মন্ডল উপস্থিত ছিলেন।