× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী বোর্ডে এসএসসি’র ৯৪৪৩ খাতা পুনঃনিরীক্ষার আবেদন

রাজশাহী প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২২, ০৬:৩০ এএম

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে। এ আবেদন করেছে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি গণিত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে পদার্থ বিজ্ঞান বিষয়ে। এ বিষয়ে ৩ হাজার ৪৭৭টি। রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ২০২১ সালের ৩০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ৬ জানুয়ারি পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার আবেদন নেওয়া হয়েছে। এবার রাজশাহী বোর্ডে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ভূগোল ও পরিবেশে ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতে ৩১৮টি, পদার্থে ৩ হাজার ৪৭৭টি, রসায়নে ২ হাজার ১৭০টি, জীব বিজ্ঞানে ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতায় ১০২টি, অর্থনীতিতে ৬৭টি, ব্যবসা উদ্যোগে ৬৯টি, হিসাব বিজ্ঞানে ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩৭৯টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ৬৪৮টি চ্যালেঞ্জ করেছেন শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.