× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এইচএসসি

জেলার শীর্ষে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

জয়পুরহাট সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৪ এএম । আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ এএম

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ।

অন্যদিকে জয়পুরহাট সরকারি কলেজ থেকে ১১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৮২ জন। জিপিএ ৫ পেয়েছে ৬১৮ জন। পাশের হার ৯৯.০৮ শতাংশ। এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজ থেকে ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭১ জন। জিপিএ ৫ পেয়েছে ১৭২ জন। পাশের হার ৯৪.৫০ শতাংশ। 

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত সাফল্যেরই অংশ। 

পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন। 

কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ রফিকুল ইসলাম উচ্ছ্বাসের সাথে জানান, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.