× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী বোর্ড

মেয়েরা এগিয়ে

রাজশাহী ব্যুরো

১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ এএম

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাশ ও জিপিএ ৫ প্রাপ্তি উভয় দিক থেকে ছেলে পরীক্ষার্থীদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীরা এগিয়ে। এবার জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ পরীক্ষার্থী। এর মধ্যে ১৮ হাজার ৪০০ জন মেয়ে ও ১৪ হাজার ৪০০ জন ছেলে পরীক্ষার্থী। মেয়েদের পাশের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৯৬ দশমিক ৫১ শতাংশ।

আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসসির ফলাফল ঘোষণা করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম। তারপর এসব ফলাফল জানা যায়।

এবার এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন্য শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাশ করেছে এক লাখ ৪৩ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার ৭৫৯টি কলেজ থেকে এবার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.